Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নারায়ণগঞ্জ জেলা সমিতির বর্ষবরণ ও পিঠা উৎসব: নিউইয়র্কে প্রবাসীদের মিলনমেলা

নারায়ণগঞ্জ জেলা সমিতির বর্ষবরণ ও পিঠা উৎসব: নিউইয়র্কে প্রবাসীদের মিলনমেলা

নারায়ণগঞ্জ জেলা সমিতির বর্ষবরণ ও পিঠা উৎসব: নিউইয়র্কে প্রবাসীদের মিলনমেলা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
উত্তর আমেরিকায় প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের প্রাণের সংগঠন ‘নারায়ণগঞ্জ জেলা সমিতি’ আয়োজন করেছিল বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ও পিঠা উৎসবের। গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানই পার্টি হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠান এক মনোজ্ঞ মিলনমেলায় পরিণত হয়।

নিউইয়র্ক শহরের কোলাহলময় জীবনের বাইরে এসে প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা ইলিশ-পান্তা, বাহারি পিঠা আর নাচ-গানের পরিবেশনায় মেতে ওঠেন আনন্দঘন পরিবেশে। পুরো মিলনায়তন লাল-সাদা সাজে মুখর ছিল — নারীরা ঐতিহ্যবাহী লাল পাড়ের সাদা শাড়ি আর পুরুষরা একই রঙের পাঞ্জাবিতে হয়ে উঠেছিলেন এক অপরূপ আবহের অংশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা জামাল টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু ও লেখক-সাংবাদিক দর্পণ কবীর।

আলোচনা সভায় সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও সাবেক সভাপতি কাজী আজাহারুল হক মিলন, আলহাজ্ব মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ মোহসীন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শামসুল আলম লিটন, মির্জা ফরিদ উদ্দিন, মনজুরুল করিম, মহসিন ননী ও নাসির উদ্দিন আহমেদ চঞ্চল বক্তব্য রাখেন। তারা প্রবাসে নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজন সফল করার পেছনে অবদান রাখা পৃষ্ঠপোষক মোশতাক আহমেদ (নিউটন), রাফাত হোসেন, এস.এম. সায়েম মিঠু, আশিক ইসলাম (কবির) ও দোলন খন্দকারের প্রতি।

অনুষ্ঠানে নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং জামাইকা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও মূলধারার নেতা আহসান হাবিব। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, আপস্টেট এবং লং আইল্যান্ড থেকে বিপুল সংখ্যক প্রবাসী নারায়ণগঞ্জবাসী অংশ নেন এ প্রাণের আয়োজনে।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন মোহাম্মদ ওয়াসুদ্দিন, শাহ মাহবুব, নিপা জামান ও মির্জা ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন হাবিবুল চৌধুরী।